Wellcome to National Portal
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ (এসএফসিএল) (শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিসিআইসি’র একটি প্রতিষ্ঠান)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০২৪

এক নজরে এসএফসিএল

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন কল্পে, ক্রমবর্ধমান ইউরিয়া সারের চাহিদা মেটানোর লক্ষ্যে ও সুলভ মুল্যে কৃষকদের নিকট সঠিক গুনগত মানের ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করার জন্য গণপ্রজাতীয় বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রীজ কর্পোরেশন (বিসিআইসি) এর নিয়ন্ত্রানাধীন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ২০১২ সালের মার্চ মাসে শাহাজলাল ফার্টিলাইজার প্রকল্পের কন্সট্রাকশন কাজের শুভ উদ্ধোধন করেন।

১৪/১০/২০১৬ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীন সরকারের মহামান্য রাষ্ট্রপতি যৌথভাবে প্রধানমন্ত্রী কার্যালয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কারখানাটির শুভ উদ্বোধন করেন।

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ একটি অত্যাধুনিক, শক্তিসাশ্রয়ী, ডিসিএস অপারেটেড এবং পরিবেশ বান্ধব ইফরিয়া সার কারখানা। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,৮০,৮০০ মে.টন। এই কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরু হয় গত ২০/০৯/২০১৫ খ্রি.

এসএফসিএল  শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসি এর একটি প্রতিষ্ঠান। 
০৬-০৩-২০১৬ তারিখে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড গঠিত হয়েছে।
অবস্থান: সিলেট শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত। 
প্রযুক্তি: কারখানাটি Distributed Control System (DCS), Integrated Turbine & Compressor Control (ITCC), Programmable Logic Controller (PLC) সম্বলিত অত্যাধুনিক প্রযুক্তির একটি বৃহৎ সারকারখানা।
প্রসেস লাইসেন্সর:
                ক) এ্যামোনিয়া Kellog Brown & Roots(KBR),USA. 
                খ) ইউরিয়া Stamicarbon B.V., The Netherlands. 
                 গ) ইউরিয়া গ্র্যানুলেশন Stamicarbon B.V., The Netherlands. 
 সাধারণ ঠিকাদার: কারখানার সাধারণ ঠিকাদার মেসার্স চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট    ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন লিমিটেড (কমপ্ল্যান্ট)।

 

এক নজরে এসএফসিএল