এসএফসিএল এর রূপকল্প (Vission): | অন্যতম লাভজনক সার উৎপাদনকারী প্রতিষ্ঠানে রুপান্তর। |
অভিলক্ষ্য (Mission): | উন্নত ব্যবস্থাপনা এবং প্রশিক্ষিত ও দক্ষ জনবলের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর কারখানার সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন উৎপাদন এবং বিপণন ব্যবস্থা সচল রেখে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করা। |
এসএফসিএল এর কৌশলগত উদ্দেশ্যসমূহ(Strategic Objectives) : | ১। কারখানার পর্যবেক্ষন ও রক্ষনাবেক্ষন কর্মকান্ড নিশ্চিতকরণ। ২। উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ। ৩। জনবলের দক্ষতা বৃদ্ধিকরণ। |
কার্যাবলী (Functions) : | ১। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদন ও গুণগতমান অব্যাহত রাখার স্বার্থে প্রয়োজনীয় যন্ত্রপাতি, যন্ত্রাংশ এবং আনুসাঙ্গিক মালামালের মজুদ নিশ্চিত করণ। ২। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী প্ল্যান্ট অপারেশন করা। ৩। কারখানার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। ৪। চাহিদানুযায়ী প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরী। ৫। কর্মস্থলে এবং কর্মকালীন সময়ে সর্বোচ্চ সেফটি ব্যবস্থা গ্রহণপূর্বক নিরাপদে রক্ষণাবেক্ষণ, অপারেশন, পরিবেশ দূষণমুক্ত রাখা সহ কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। |